সমুদ্র গৃহ

৪:২৭ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

সমুদ্র গৃহ 
...............

একজন বড়লোকের মেয়ে একজন গরিবের ছেলেকে ভালোবাসলো 

অতঃপর গাছে গাছে ফুল ও ফল 
একটি নিবিষ্ট বৈশাখে রেজিষ্টিও সমাপ্ত 

আকাশ থেকে আসন্ন বর্ষার আরক্ত জলধারা তাদের ভিজিয়ে দিলো খোলা রাস্তায়

মেয়েটি ছেলেটির বাড়ি এলো

তিনখানা ঘর, খোলা বারান্দা,

 একটি লেবু গাছ ও পাশের বাড়ির কাঠ গোলাপ গাছের ফুলে ছাওয়া অবাধ্য ডাল

সবকিছু মিলিয়ে মেয়েটি অপেক্ষা করতে লাগলো নির্জনতার 

অবশেষে রাত , মাঝখানের ঘর, তিনখানা দরজা , সারা রাত অন্যদের আসা যাওয়া।

রাগ, চলতে থাকা অভিমান ! 

গরিব ছেলেটি হয়তো এই দুরন্ত সমস্যাটির আশু সমাধান নিশ্চয়ই করবে

কিন্তু খুব বেশি  দেরি হওয়ার আগে

 এইসব  ভালোবাসা প্রবণ দম্পতিরা  
 পৃথিবীর কাছ থেকে কি একটি নির্জন সমুদ্রগৃহ উপহার পেতে পারে না !

( প্রকাশিত)

0 মন্তব্য(গুলি):