সাংগ্রিলা

৪:৩২ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

দ্য লস্ট হরাইজন
...........................

এভাবে যেতে যেতে একদিন 'সাংগ্রিলা ' যাওয়া যাবে, ওখানে জরা নেই, মৃত্যু নেই, অবারিত সুখপ্রান্তর, কিশোর ভগবানেরা খেলতে গিয়েছিল সেখানে, ফেরেনি,  আটকে গেছে তারুণ্যে ভেজা ফানুসগুলো চকিত  অরণ্যের গ্রিন হাউসে,  জরা আর অবারিত সুখপ্রান্তর এ আমার কামনা নেই, ঐসব নিষেধের ভরা জমিনে লাল ফলের জন্ম হয়, চমরি গাভীর পশম সোনালি চাহিদা হয়ে পাথরে পাথরে ঘুরে বেড়ায়, সৌম্যদর্শন এক তিব্বতি পুরুষ আছে, পৃথিবীর পোশাক তার গায়ে, তাকে ছুঁতে গেলে পৃথিবী থেকে দলছুট হতে হবে, একতারা হাতে নিতে হবে, দুধর্ষ পাগলামো, তবেই টুক করে পৃথিবীর পোশাক খুলে যাবে, এমনকি মহাসাগরের পর মহাসাগর রাশ রাশ ঢেউ নিয়ে যার যার মাটি চিনে নেবে, আমি তখন তার চেরা বুকে ঢুকবো, সব সীমারেখা মুছে টুছে গম্ভীর পাহাড়, অহংকারী গোবি, আমি ভেতরে, হারিয়ে গেছি সাংগ্রিলায় , অসুখ কিংবা সুখ নয় একটু হাঁটার ইচ্ছে সীমারেখা ছাড়িয়ে।

@ চিরশ্রী দেবনাথ

0 মন্তব্য(গুলি):