সংলাপ ৩১

৫:০২ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

সংলাপ : ৩১

প্রিয় স্থবিরতা 
..............

এই অদ্ভুত গ্রামটিতে আমাকে কেন নিয়ে এলে? 

ভাঙা মন্দির, বটের ঝুড়ি আর বাঁদর নাচ দেখাবো বলে   

তেতে উঠছে পা, অমল ঘাম, আর হাঁটতে পারি না

বসবে?
কোথায়?
লাল বারান্দায়, যেখানে চাপা পড়ে আছে গতজন্মের ছায়া

আমি, পুরনো জন্মের কথা শুনতে চাই না। 
তোমার হাতে হোক নতুন জন্ম, পোড়া আলুর মতো সুবাসিত, লবণাক্ত, রক্ত ও দাঁতের ছোবলে ভরা ...

একটু বসো,  বলছি না অনন্তকাল বসতে হবে।
আশ্বিনের জ্যোৎস্না দেখে বসন্ত বাউরির মতো বাড়ি ফিরব।

বাড়িটি কোথায় হে মধুকর? সেখানে কি কেউ পান করছে সূর্যরঙ?

শব্দহীন হবে একটু ! আহ্! 

হলাম, কাচঘরে ঢুকে যাচ্ছি, মাথায় আমাদের কাঠের মুকুট, ছত্রাকের কারুকাজ।

বই, "সোমবার সন্ধ্যায় "থেকে 
#চিরশ্রীদেবনাথ

0 মন্তব্য(গুলি):