স্মৃতি

৮:১৭ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

ছোটবেলায় বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যেবেলা গতবছরের দুর্গা পুজোর জামা পরে বাবুর সঙ্গে আই টি আই, ইন্ডাস্ট্রি, পাওয়ার হাউজ, ফায়ার সার্ভিস অফিসের পুজো দেখে জিলিপি, কাটাগজা, বোঁদে আর খইয়ের প্যাকেট নিয়ে বাঁশের সঙ্গে বাঁধা রড লাইটের চারপাশে ঘুরতে থাকা শারদীয় পোকাদের কাছ থেকে চোখ বাঁচিয়ে, আশ্বিনের প্রথম হিমে ভেজা রাস্তা দিয়ে  বাড়ি ফিরে অধীর আগ্রহে অপেক্ষা করতাম কবে বেজে উঠবে আগমনীর সুর ...সময় আসলে একটি পংক্তি মাত্র 

0 মন্তব্য(গুলি):