দেহাণু গুচ্ছ

৭:২৩ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

দেহাণু গুচ্ছ ( প্রকাশিত, 'দৈনিক সংবাদ, ১৫/১০/২৩)

এক

দেবী আসছে, পথে জ্বেলে রাখো আলো, সশস্ত্র জওয়ান ! মা...ঢেকে রাখো বুক, পাহাড়ি কোমড়, 

পৃথিবীতে ভয়, ছিঁড়ে ফেলে শরীর, চারদিকে শুধু মেয়েদের শরীর, আমাদের লেখায় তারা মেধাবী উষ্ণ! 

দেবীকন্যারা কামদুনি, মণিপুর হয়ে এসো, ওদের বারান্দায় বসে পুজো নিও, বেলপাতা, যজ্ঞের ধোঁয়া, রক্ত মাখা ফুল নিয়ে পায়ে পায়ে এসো, এখানে এখন পুজোর আয়োজন, চন্দন ধূপ...

#####

দুই

যুদ্ধ ছেড়ে চলে যাওয়া পরাজিত সৈনিক সুন্দর! 

গৃহমুখী প্রাণ, দরজায় মায়ের অপেক্ষা হলুদ 

সম্বরার ঘ্রাণ

 নারীর কোলে মাথা রাখবে সে যুবক পুন্য হীন, 

ফিরে এসেছে যেন অচেনা হাওয়া কিংশুকের

 শব নিয়ে উদাস বসন্তে, 

তারপর,  কবিয়াল হৃদয় খুলে দাহ দেখাও, দেখো এই আবাহন, বাঁশের বনে কেন নিঃশব্দে হেঁটে যাচ্ছে শান্ত চোখের ডাহুক ! 

#######

তিন

ধান কাটার পর যে মাঠ পড়ে থাকে তার কাছে গিয়েছি

জলে ভেজা দুর্বল মেরুদণ্ড, হাতের পাতায় মগ্ন ভোর

আমার পায়ের শব্দে ঘুম থেকে উঠেছে মাটির কীট, 

চোরা ঘাসে কেটেছে পা, নির্জন সূর্যের ছেঁড়া আলো

হেঁটে যেতে যেতে শরীর থেকে ঝরে গেছে আবরণ

দীর্ঘতম মাঠ, জলশূন্য চোখে উপল মাছের কোলাহল, পৃথিবী দ্বিধা হতে গিয়ে হয়ে গিয়েছে আমার মতো, সোনালি ঘরে রাখা ভেজা ধান,  পচন ধরেছে এইমাত্র

########

চার

কুয়াশা নামেনি এখনও, বর্ষার দুখি ধারা চরাচরে

আনাজের নরম শিকড় গলে গেছে, নষ্ট হয়েছে ফসল

পুজো যেন অভিঘাত, ভয়ঙ্কর নদীস্রোত, কান্না। 

কিশোরীর দু বেণি বেয়ে সময় চলে যাচ্ছে দ্রুত

এই সুখ মৃত্তিকার মতো, মুঠো থেকে ছড়িয়ে যাচ্ছে গাছ, এসো পাখি, সবুজ তাপে পুড়ে যাক স্মৃতিস্মারক 

#########

পাঁচ

হলুদ সর্ষের খেত নেই, জলে ভরা শস্যহীন মাঠ

আগাছা আর বেগুনি ফুলের ঝোপ, গোধূলির

আসনে ম্লান ফুলের দল, অসুস্থ মানুষের চোখে তবু

ভিড় করে আসে উৎসবের হারানো দিন, পায়ে পায়ে জড়িয়ে আছে এই দংশন, শ্যামাপোকা, কোজাগরীর মোহ, নিবেদন করি মাঝে মাঝে, কোথায় লোভহীন দেবতার থান, উজ্জ্বল রশ্মি দিও, চোখ ছিন্ন করে চলে যাবে ভেতরে, অনেক নিচে হাওয়ার মতো শোক, মৃদু সুখ ...

######

ছয় 

 

ভালোবাসি বলে, করতলে তিল হরিতকী, শুশ্রূষা

মৃত্যুশোক ভুলে যেতে চাই তাই তর্পণ মানি না

বাসক গাছের পাতা তুলে আনি, নীলকণ্ঠের মধুবিষ

পাত্র ভরে রাখা অদৃশ্য ধোঁয়া, চোখ জ্বালা করা। 

যখন অবিশ্বাস করি এই মোহকান্তার, কন্ঠে ঢালি 

নেশার মতন, দেখি ঘুঘু ডেকে যাচ্ছে চরাচরে,

রোপিত হচ্ছে যেন শুধু কালো দ্রাক্ষার বীজ ...

#চিরশ্রীদেবনাথ

0 মন্তব্য(গুলি):