এক গুচ্ছ কবিতা, চিরশ্রী দেবনাথ

৪:৫২ PM চিরশ্রী দেবনাথ 0 Comments


চিরশ্রী দেবনাথ


দীন

….

ভালোবাসার মৃত্যু হয় না

তাই ভালোবাসা একটি নীরব সেতার

স্রোতহীন নদীর বুকে জেগে ওঠা অদ্ভুত

 মিনার

মিনারের ছায়ায় বাকি অর্ধেক জীবন

কেউ যদি বালি খুৃঁড়তে আসো

তবে তাকে জানতে চেয়ো না,  বুঝতে যেও না

আঙরাখা পুরনো হলে ওম হারিয়ে যায়

বাড়ি থেকে পথরেখা বিলুপ্ত হলে

সমাধির মতো হয়ে যায় উচ্ছলতা

দেহ থেকে ঝরে তমিস্রা , ভিক্ষুনীর মতো অপেক্ষা

উষ্ণতার হাত শীর্ণ হলে যেন আরো বেশি করে জড়িয়ে ধরি

এভাবেই রাখি যত্নে, মৌনতায় , স্তব্ধতায়





দর্শন

…..

 একটি মৃত্যু দেখেছিলাম

 বৃদ্ধ বলছিলেন 

আমাকে বাড়ির উঠোনে

তুলসী গাছের নিচে শুইয়ে দাও

প্রাচীন বাড়ি , দীর্ঘ দীর্ঘ গাছ

নাড়কেলের শিকড় ফাটিয়ে দিচ্ছে বসত ঘর

গভীর গহন গোধূলিবেলা

শীর্ণ বুক ধীরে ধীরে ওঠানামা করছে

পরিবার  পরিজন , গরুর গোয়াল, পাখির বাসা

তিনি বলছেন মাটি আমাকে ধারণ করো

তারপর  সত্যিই চলে গেলেন

এই অদ্ভুত ছায়াপতনের আগাম বার্তা কি করে পেয়েছিলেন জানিনা

এতো শান্তির মৃত্যু আর কখনো দেখিনি






ঋতু

….


দহন মানেই গ্রীষ্ম নয়

অন্তরে বহতা নদী যদি ক্রমাগত উষ্ণ হতে থাকে

পলি জমতে জমতে ঘর ওঠে , খেত,  খামার

দুটো মানুষ আর তখন কাছে আসে না

মনে হয় অসহ্য গরমে ভেসে যাচ্ছে সব




গণতন্ত্র

…..


পাখির দোকানে বন্দি পাখি উড়িয়ে দিতে পারিনা


বিক্রির জন্যই জন্ম ওদের


মাংস কাটার দোকান থেকে

 পশুদের নিয়ে আসতে পারিনা


বিক্রির জন্যই জন্ম ওদের


অ্যাকোরিয়াম খ্যাত রঙিন মাছ

বাল্বের আলোয় ক্লান্ত সাঁতার

কাচের ঘরে আমিও তাকে দেখি  শুধু


গণতন্ত্রে প্রত্যেকটি পতাকাকে

সুনির্দিষ্ট দ্রোহে উড়তে দেখিনা 


তারপরও নখপ্রান্তে আঁচড় কাটে নীল কালি




0 মন্তব্য(গুলি):