ছেলেটি এখন ব্যবসা করে
ছেলেটি এখন ব্যবসা করে
...................................
তোমাকে চিনি আমি, জানি প্রাণে বাঁধা যাযাবর ঘোড়া
তবুও " ভালোবাসি না ", এ কথাটি কেড়ে নিয়ে গেছে এক জেলের ছেলে
আজকাল মাছধরার সকালে আমি সমস্ত নরম খাবার নিয়ে
নদীর তীরে ঘুরে বেড়াই ... চোরা বালকের খোঁজে
হঠাৎ দেখি,
ভালবাসাবাসির ম্যাপ পয়েন্টিং ছেড়ে ছেলেটি কৃষি কাজে মন দিয়েছে
মোবাইলে জেনে নিচ্ছে অধিক ফলনশীল বীজের খবর,
অনিশ্চিত মাছধরায় তার বিশ্বাস হারিয়ে গেছে একদম !
সেই সকালে বুঝেছি স্বপ্ন থেকে স্বপ্নান্তরে যেতে হয় !
© চিরশ্রী দেবনাথ
0 মন্তব্য(গুলি):