বীতশোক

৩:২৫ PM চিরশ্রী দেবনাথ 0 Comments


.

উদ্বৃত্ত তো হয়েছি কবেই

তাই চারপাশ থেকে অভিমান এনে বালির পাহাড় বানিয়ে রাখি
সম্মান কমে গেলে যেমন ডেকে ডেকে উত্তরীয় দেখাই

কিন্তু ভালোবাসা সরে গেলে 
মানুষ শিল্পী হতে পারে অনায়াসে 
চলে যেও তুমি তাই নির্বিকারে,

 পাঁচটা বাজতে আর কত বাকি?
ভেন্টিলেটার দিয়ে ঢুকে পড়ছে একান্ত "চোরা-আলো-গলি " ! 

ধুলো ঝাড়ার সময় কই,   ম্যাগাজিন থেকে পুরনো কবিদের
কবিতা পড়ি 
আশ্চর্য দেখি তারা চেনা যুবকের মতোই, স্পর্ধা আছে, কাম, ক্রোধ সবই 
 হতাশার কথা  রবিবার সকালে  লিখতে লিখতে, 
 তারাও লিখেছেন বীতশ্রদ্ধ পৃথিবীবাসের লঘু দুঃখ, বিষাদ ইত্যাদি ...

@ চিরশ্রী  দেবনাথ
প্রকাশিত, "কবি সম্মেলন ",কোন একটি সংখ্যা

0 মন্তব্য(গুলি):