প্রিয় ছাত্রদল
চিরশ্রী দেবনাথ
প্রিয় ছাত্রদল
দেশকে খুঁজে পেলাম আজ, অলৌকিক তার সীমান্ত ঝড়,
দেখলাম কত ছেলেমেয়ে হাতে নিয়েছে ফ্ল্যাগ
মিছিলে মিছিলে তারা যেন অচেনা ভারত
কিছু শব্দ তখন আমার কানে বাজছে...অর্থহীন
এন আর সি, ক্যা, এন পি আর, কিসব সরকারি ফরমান
মানুষ গান শোনা ছেড়ে দিয়েছে,
শুনছে শ্লোগান, বলছে শ্লোগান,
বাজছে গীটার ঔদ্ধত্যকে ভেংচি কেটে
তাদের দেখলাম, রাত থেকে কেড়ে নিয়েছে যারা অন্ধকার,
যেন আগুন জন্ম দিয়েছে হঠাৎ ,
হৃদয়ে নিয়েছে দেশ, বিরোধিতায় দেশ,
হাতের ওপর হাত রেখে ভেসে যাচ্ছে আমার দেশ ...
সোমবার , ২৩ ডিসেম্বর, ২০১৯,

0 মন্তব্য(গুলি):