স্বাধীনতা তোমাকে, চিরশ্রী দেবনাথ

৯:১১ PM চিরশ্রী দেবনাথ 0 Comments



স্বাধীনতা তোমাকে 



এক 

কাটছে আঁধার, রাত বারোটা
উড়ছে পতাকা, ভাসছে লালকেল্লা
বন্দেমাতরম্, জয় হিন্দ্, জয় শহীদ
এই আমাদের স্বাধীনতা, এই আমাদের ভারতমাতা

ছিটকে যাচ্ছে গ্রীণ, হোয়াইট আর স্যাফরণ্,     
ছুঁয়ে দিচ্ছে আন্দামানের গভীর বন
দীপান্তরের কান্না এতো সহজে শুষে নেওয়া যায় না
"স্বাধীনতা "... হাজার সংগ্রামে পেয়েছি তাকে আমরা

ছুটছে আমাদের সবুজ রঙ
সুন্দরবন থেকে গির অরণ্য
মহানদী থেকে গঙ্গা, শতদ্রু, ঝিলম
কৃষ্ণা, কাবেরী হয়ে ব্রহ্মপুত্র
থামছে না কেনো আজো তার কান্না? 

ঘনসবুজ ফিকে হচ্ছে
আশ্রয় হারাচ্ছে আদিবাসী
বাড়ছে আমাদের ঘন আবাদী
উঁচু উঁচু ঘরে লালনীল সুখ আর অসুখ
যেন হেরে যাচ্ছে স্বাধীনতা,
হেরে যাচ্ছে আজ, সবার সমানভাবে বেঁচে থাকার ইচ্ছেটা , 
 বলো কেন এমন হবে,  এই কি আমাদের স্বাধীনতা    ? 

স্বাধীনতা তো নরম কিছু, বুকের ভেতর লুকিয়ে থাকে
স্বাধীনতা তো কঠিন কিছু, হাত দিয়ে সে দেশ গড়ে
তবে আজো কেনো বাড়ি ফেরার পথ খুঁজে নিতে নিতে 
মানুষ রাজপথে হারিয়ে ফেলে ঠিকানা? শব হয়ে ফেরে? 


আমাদের  আজ  তেমন কিছু চাই না
মোটা কাপড়, রুটি হোক বা ভাত
থাকে যেন বনাঞ্চল, শস্যক্ষেত্র
থাকে যেন শুদ্ধ নদী, নীল সমুদ্র
থাকে যেন উঁচু পাহাড়, নীচু নীচু বসতি

স্বাধীনতা তোমাকে ছুঁয়ে আমি প্রতিদিন এই চিঠি লিখি



দুই    

আমাদের স্কুল, খেলার মাঠ, জ্যোৎস্না ভেজা উঠোন
আমাদের বসন্তে, শীতের কুয়াশায়, গ্রীষ্মের রোদে
পিঠ এলিয়ে শুয়ে থাকো তুমি নরম মাটিতে, ক্ষতহীন শরীরে

আমাদের মহালয়ায়, ঈদের আজানে, বড়দিনের  ক্যারোলে, স্বাধীনতা তুমি হাঁটতে বেরিও ভারতের পথে, নির্জনে। 
আমাদের ভালোবাসায় তখন আরবসাগরে হালকা নিম্নচাপ, 
টিপটিপ বৃষ্টি, দ্রিমি দ্রিমি মাদল, ধিকি ধিকি আলো
একসঙ্গে পড়ছে ঝরে যেন তোমার বুক থেকে,  

এমন স্বাধীনতায় আমরা বেঁচে থাকতে চাই, মরে যেতে চাই
আমাদের চিঠি উড়ছে, লেখা উড়ছে, শব্দ উড়ছে
গর্জন হয়ে যাচ্ছে, ঢেউ হয়ে যাচ্ছে,

হে পৃথিবী শোনো, 
ভারত জেগে থাকতে জানে, 

আমরা জেগে আছি সূর্যের মতো



0 মন্তব্য(গুলি):